News Details Home / News Details

Our mission
Our mission . 2nd Jun, 2019

Our mission

আমাদের মূল লক্ষ্য হল আল্লাহর পরিচয় লাভ , আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং নিজেদেরকে আল্লাহওয়ালা হিসেবে প্রস্তুত করা। এছাড়া বর্তমান তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্দাকে অক্ষুণ্ণ রেখে বয়স , পেশা, বা দেশের সীমারেখাকে অতিক্রম করে একটি সুস্থ , উন্নত, দ্বীনকেন্দ্রিক মূল্যবোধ গঠন এবং দ্বীনী বিষয়বস্তু দ্বীনী মেজাজে আধুনিক আঙ্গিকে উপস্থাপন। যথাযথ পাঠগ্রহণ এবং পরীক্ষার মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ।

0 Comments

Leave A Comment

Sing in to post your comment or singup if you don’t have any account.