Currently Empty: $0.00
ছাত্রীর নাম: মোসা. সুমি খাতুন
মাদরাসা: ইন্টারনেট মাদরাসা
মোসা. সুমি খাতুন ইন্টারনেট মাদরাসার ছাত্রী। তিনি মিযান থেকে পুরো পড়াশোনা অনলাইনেই করেছেন। তবে যেহেতু অনলাইনে বেফাক বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয় না, তাই তিনি নিজ এলাকার জামিয়া কওমীয়া মহিলা মাদরাসা থেকে বেফাকুল মাদরিসিল আরাবিয়া বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড পরীক্ষায় নাহবেমীর জামাতে অংশগ্রহণ করেন।
আলহামদুলিল্লাহ, তিনি এতে মুমতাজ বিভাগে মেধা তালিকায় ৯৫তম স্থান অর্জন করেছেন। এটি তাঁর দীর্ঘ পরিশ্রম, আন্তরিকতা ও মেধার উজ্জ্বল প্রমাণ।
