News Details Home / News Details

In the name of Allah the beneficent the merciful
দুনিয়ার নিজাম ও ব্যবস্থাপনা ঠিক রাখার জন্য যেমন জাগতিক শিক্ষার প্রয়োজন তেমনি দ্বীনের হিফাজতের জন্য এবং দুনিয়ার সকল কাজ আল্লাহর সন্তুষ্টি মোতাবেক হওয়ার জন্য ইসলামিক জ্ঞান অর্জন প্রয়োজন। বস্তুবাদিতার যুগে মানসিক দৈন্যতা, নৈতিক চরিত্রের অধঃপতন, ধর্মহীনতা মহামারী হিসেবে দেখা দিয়েছে এবং এসবই মূলত ইসলামিক জ্ঞান সম্পর্কে অজ্ঞতার ফল। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে এবং জাতির মেধা ও মননকে সৎ , সুস্থ ও আখিরাতমুখী করতে তা’লীমুল কুরআন ওয়াস সুন্নাহ ইন্টারনেট মাদ্রাসা এর সৃষ্টি। তা’লীমুল কুরআন ওয়াস সুন্নাহ ইন্টারনেট মাদ্রাসা হল কুরআন এবং সুন্নাহ এর আলোকে বাংলাভাষায় ইসলামিক জ্ঞান অর্জন এবং তার যথাযথ প্রয়োগ, আত্মশুদ্ধিকরন, উত্তম আখলাক গঠন; সর্বোপরি বস্তুবাদের যুগে ব্যাপকভাবে জনসাধারণকে আল্লাহকেন্দ্রিক এবং আখিরাতমুখী করার উদ্দেশ্যে নির্মিত অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান। এটি নিসবতের দিক থেকে দেওবন্ধী এবং কওমী চিন্তাধারার আলোকে গঠিত ইমান, আমল এবং তরবিয়্যাতের সমন্বিত শিক্ষাকেন্দ্র।
ইন্টারনেট মাদ্রাসা সম্পূর্ণরূপে একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান এবং শুধুমাত্র জনসাধারণকে দ্বীন ইসলামমুখী এবং আল্লাহমুখী করে গড়ে তোলাই মাদ্রাসার মূল উদ্দেশ্য। এটি কোণ ধরণের উগ্রতা বা সহিংসতার পক্ষপাতী নয়।
Leave A Comment
Sing in to post your comment or singup if you don’t have any account.
0 Comments