Course DetailsHome / Courses Details
পূর্ণাঙ্গ হিফজুল কুরআন ক্লাস
কুরআন হিফয করা আল্লাহর তা'আলার কালামকে অন্তরে ধারণ করা - এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লার এক বিশেষ নিয়ামত। হযরত আব্দুল্লাহ ইবনু আমর (রাজিঃ) থেকে বর্ণিত, রসূলুল্লাহ ﷺ বলেছেন-'কেয়ামতের দিন হাফেযে কুরআনকে বলা হবে, পাঠ করতে থাকো ও উপরে আরোহণ করতে থাকো এবং দুনিয়াতে যে ভাবে ধীরে-সুস্থে পাঠ করতে ঠিক সেরূপে ধীরে-সুস্থে পড়তে থাক। যে আয়াতে তোমার পাঠ শেষ হবে সেখানেই তোমার স্থান।'( আবু দাউদ, হা/১৪৬৪, তিরমিযী- হা/ ২৯১৫, ইবনু হিব্বান- হা/১৭৯০) আমাদের জেনে রাখা দরকার, হিফয করার সাথে সাথে সেটা আয়ত্ত রাখা, তার হক আদায় করাও একটি বড় দায়িত্বও। আমরা সকলেই চাই আল্লাহ তা'আলার সন্তুষ্টির জন্য হিফয করতে, তাঁর ক্বরীব বান্দাদের অন্তর্ভুক্ত হতে, জান্নাতে নিজেদের স্থান উঁচু মর্যাদায় নিয়ে যেতে ইন শা আল্লাহ। কিন্তু সময়ের স্বল্পতা, দৈনন্দিন জীবনের নানা ব্যস্ততায় ইচ্ছা থাকা সত্ত্বেও আর কুরআন হিফযের প্রতি সময় দেয়া হয় না। আবার অনেকে বড় বয়সে হিফয করতে চান কিন্তু কর্মব্যস্ততার জন্য অন্যান্যদের মতো আর মাদরাসায় গিয়ে উস্তাদ-উস্তাযাদের সোহবতে থেকে হিফয করাও সম্ভব হয় না। তাই আমাদের সকল জেনারেল শিক্ষিত ভাই-বোনদের কথা চিন্তা করে তা'লিমুল কুরআন ওয়াস সুন্নাহ ইন্টারনেট মাদরাসা নিয়ে এসেছে: 'হিফযুল কুরআন কোর্স'এখানে আপনি ঘরে বসেই অভিজ্ঞ উস্তাযদের তত্ত্বাবধানে কুরআনুল হিফয করতে পারবেন ইন শা আল্লাহ। অনলাইন মাদরাসা হলেও এখানে অফলাইন মাদরাসার মতো-ই সবকিছুর ব্যবস্থা রয়েছে - ফযরের পর তেলাওয়াত, সাত সবক, আমুখতা, সবিনা, এসব কিছুই রয়েছে এই কোর্সে আলহামদুলিল্লাহ। এরই ফলাফলস্বরূপ ইতোমধ্যে আমাদের মাদরাসা থেকে ১৩ জন বোন হিফয সম্পন্ন করেছেন, আলহামদুলিল্লাহ। তাই আপনিও যদি ঘরে বসে কুরআন হিফয করতে চান তাহলে যুক্ত হয়ে যান আমাদের হিফযুল কুরআন কোর্সে। জাযাকুমুল্লাহ খইর ফিদ্দারাইন ।

দরসে নিজামীর সিলেবাসভুক্ত কিতাব সমূহ
পূর্ন কুরআনুল কারীম হিফজ
আমলী সূরা হিফজ
৫ পারা, ১০ পারা, ২০ পারা হিফজ
কুরআনুল কারীম মশক
তর্থ্য বইয়ের মাধ্যমে পূর্ন তর্থ্য সংগ্রহ
হাদীস, মাসআলা, দু’আ, তাজবিদ
হিফজের রুটিন
শনি-বৃহস্পতিবার :সবক ও সাতসবক - ভোর ৫.০০ মিনিট থেকে সবক ও সাতসবক শোনা শুরু হয় এবং সকাল ৮.০০/৯.০০ মিনিট পর্যন্ত তা চলমান থাকে।আমুখতা - দুপুর ১:৩০ মিনিট থেকে শোনা হয় । শুক্র ও রবিবার - রাত ৯:৩০ -১০.০০ মিনিট ইসলাহি নফসের বিশেষ দরসশুক্রবার - নিজের সহপাঠীদের কে সবিনা শোনাতে হয়।
প্রতি শুক্র ও রবিবার রাত ৯টা ৩০ মিনিটে ইসলাহী নফসের ক্লাস সকলের জন্য বাধ্যতামূলক।
What Will You Need?
মোবালই/ল্যাপটপ/কম্পিউটার
ইন্টারনেট সংযোগ
স্কাইপ এবং টেলিগ্রাম আইডি
আসসালামু আলাইকুম। সকল প্রশংসা আল্লাহ তা'আলার। এই মাদ্রাসা আমাকে কী দিয়েছে সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এক বছর আগের আমি আর এক বছর পরের আমি- পার্থক্যটা খুবই স্পষ্ট এবং অকল্পনীয়। আজ আমি যখন কুরআন পড়ে এবং হাদীস ও ফিকহ-এর হারাকাত বিহীন আরবি কিতাবগুলোর ইবারত পড়ে তাহকীক ও তারকীব করতে পারি (আলহামদুলিল্লাহ), সত্যিই তখন চোখ দু'টো আপনিই অশ্রুশিক্ত হয়ে যায় (আনন্দে)। সাথে সাথে দু'আ চলে আসে মন থেকে। আল্লাহ তা'আলা এই মাদ্রাসাটিকে কবুল করুন, বারাকাহ দান করুন এবং সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করুন।
Best online madrasa I have seen. Even, more better than most female offline madrasa. A great chance of gaining knowledge over Arabic, Quran, Fikh and religion for school background people. Effective learning through numerous classes, exams and vibas. May Allah enrich this madrasa day by day, amin.
আমার মাদরাসা আমার ভালবাসা❤️মাদরাসা নিয়ে লিখাটা আমার জন্য শুধুই কর্তব্য না ,বরং ভালবাসাও বটে ! এখানে পড়তে আসার পর থেকে কেথায় দিয়ে দিন যাচ্ছে কোথায় দিয়ে রাত ....ওয়াললাহি গুনাহ করার সময় নাই। বলেন তো এর চাইতে ফায়দামান আর কি হতে পারে ? জি, আসলেই আমার মাদরাসায় যারাই একটু সিরিয়াসলি মনোযোগ দিবে,জমে বসে যাবে, সে তার মেধা যেমন ই হোক .. তার জন্য গুনাহ করা দুস্কর হবে। যেমন অযথা ফেসবুকিং করা, ফোনে কথা বলা, গসিপ করা ..কোন কিছুর জন্য সময় হবে না নিজের এক্সপেরিয়্নস থেকেই বলছি। যাক শুরু থেকে এ যাবত কখন যে ঘন্টা, মিনিট ফুরায় হিসাব করার মত ফুরসত টুকু নাই এখন।জব টা ছেড়ে দিবার পর In fact জাহিলিয়াতের জীবনের পরে ..আল্লাহর কৃপায় যখন থেকে মানুষ হলাম খুব আফসোস করতাম যে ইসলাম সম্পর্কে জানিনা ।কত কিছু জানার বুঝার আছে ..
আলহামদুলিল্লাহ!!! "ইন্টারনেট মাদরাসা" আল্লাহ তাআলার একটি নিয়ামত।অনলাইনে জেনারেল শিক্ষিতদের জন্য বিশ্ববিখ্যাত দরসে নেযামী তথা কওমী মাদরাসার সিলেবাস অধ্যায়নের মাধ্যমে আলিম হওয়ার সুযোগ। আমার জানামতে বাংলাদেশে এটিই একমাত্র অনলাইন প্রতিষ্ঠান