Currently Empty: $0.00
ছাত্রীর নাম: খাদিজা আক্তার
মাদরাসা: ইন্টারনেট মাদরাসা
খাদিজা আক্তার ইন্টারনেট মাদরাসার ছাত্রী। যেহেতু অনলাইনে বেফাক বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয় না, তাই তিনি নিজ এলাকার জামিয়া কাসেমিয়া দারুল উলুম, গাজীপুর থেকে নাহবেমীর জামাতে বেফাক বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং মাকবুল ফলাফল অর্জন করেন।
যদিও প্রকৃত নম্বর অনুযায়ী তিনি মেধা তালিকায় আরও ভালো অবস্থানে থাকার যোগ্য ছিলেন, তবুও বোর্ডের পক্ষ থেকে “মালাবুদ্দা মিনহু” কিতাবে ভুলবশত কম নম্বর প্রদান করা হয়। আমাদের মাদরাসার সিদ্ধান্ত অনুসারে তিনি এই নম্বরের ব্যাপারে বোর্ডে চ্যালেঞ্জ করেননি।
আলহামদুলিল্লাহ, তবুও তিনি সন্তোষজনক ফলাফল অর্জন করেছেন।
