Currently Empty: $0.00
আলেমা
পিতার নামঃ আব্দুল্লাহ
SID: DWFA202324014
মাতার নামঃ সাহিদা আক্তার
বয়সঃ ৩১ বছর
ঠিকানাঃ টাংগাইল, ঢাকা, বাংলাদেশ
পাশের সন ২০২৪
পেশাঃ গৃহিণী
অনুভূতিঃ এই মাদ্রাসায় লেগে থেকে আমি যা পেয়েছি তা বলে এবংলেখে শেষ করতে পারব না।তুবও সামন্য কিছু লেখতে চাই আমার সব সময় মনে হয় এই মাদ্রাসা একটা জান্নাতের বাগান এখানে লেগে থেকে এত শান্তি খুজে পাইছি যা অন্য কোথাও খুজে পাই নাই। সব সময় মনে হইছে আমার ঘরের ভিতরই মাদ্রাসা যার নিয়ম অনুসারে সব সময় পরাশুনা আমল নামায এসব করা হত।শুধু আমি না আমাদের পরিবারের সবাই প্রাইএই মাদ্রাসার সাথে যুক্ত এবং আত্তিয় সজন সবাইকে এখানে আসার আহব্বান করি। আজিবন এখানেই লেগে থাকতে চাই পি,,, উস্তাদ ,আমাদের এখানেই থাকার সোযোগ করে দিবেন।আল্লাহর অশেস রহমতে ওনেক বর বর উস্তাদের পরা শুনার ভগ্য হইছে।সব উস্দাত এর কাছে দোয়া চাই সব সময় যেন আল্লাহ ওয়ালাদের নসিহতের মদ্য দিয়েন থাকতে পারি।