Currently Empty: $0.00
নাবিহা বিনতে হোসাইন খান
পিতার নামঃ আনওয়ার হোসাইন খান
মাতার নামঃ মাহবুবা জেসমিন
ঠিকানাঃ সিলেট,বাংলাদেশ
পাশের সন ২০২০-২১
পেশাঃছাত্রী
হিফজের সময়সীমাঃ ১ বছর ১ মাস
অনুভূতিঃ ইন্টারনেট মাদরাসার সময়টা আমার জীবনে খুব স্মরণীয় হয়ে থাকবে। ভোলার মতো না, বুকের ভেতর আগলে রাখবো সব স্মৃতি। হিফজ শুরুর পেছনের গল্পটা আসলে বেশি কিছু না। সময়কে কাজে লাগানো হিসেবে শুরু। ‘অযথা সময় না কাটিয়ে ভালো কিছু করি’ এমনই। যখন ৬-৭ পারা হয়ে গেল তখন নিজের মধ্যে একটা আত্নবিশ্বাস আসে যে, আমি পারবো ইনশাআল্লাহ। সেই থেকে বারবার হোচট খেয়েও নতুন উদ্যমে চলতে থাকা। কয়েকজন বোনের হিফজের প্রতি মেহনতে অনেক অনুপ্রেরণা পেয়েছিলাম। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহ শেষ পর্যন্ত যাওয়ার তাওফীক দিলেন। এখনো অনেক মেহনত বাকি,লম্বা পথ পাড়ি দিয়ে যেতে হবে.. স্বপ্ন দেখেছিলাম আকাশছোঁয়া, কিছুটা কাছাকাছি হয়তো যেতে পেরেছি…