আলেম আলেমা দাওরায় হাদিস (মাস্টার্স) একাডেমিক ক্লাস
দুনিয়ার নিজাম ও ব্যবস্থাপনা ঠিক রাখার জন্য যেমন জাগতিক শিক্ষার প্রয়োজন তেমনি দ্বীনের হিফাজতের জন্য এবং দুনিয়ার সকল কাজ আল্লাহর সন্তুষ্টি মোতাবেক হওয়ার জন্য ইসলামিক জ্ঞান অর্জন প্রয়োজন। বস্তুবাদিতার যুগে মানসিক দৈন্যতা, নৈতিক চরিত্রের অধঃপতন, ধর্মহীনতা মহামারী হিসেবে দেখা দিয়েছে এবং এসবই মূলত ইসলামিক জ্ঞান সম্পর্কে অজ্ঞতার ফল। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে এবং জাতির মেধা ও মননকে সৎ , সুস্থ ও আখিরাতমুখী করতে তা’লীমুল কুরআন ওয়াস সুন্নাহ ইন্টারনেট মাদ্রাসা এর সৃষ্টি। তা’লীমুল কুরআন ওয়াস সুন্নাহ ইন্টারনেট মাদ্রাসা হল কুরআন এবং সুন্নাহ এর আলোকে বাংলাভাষায় ইসলামিক জ্ঞান অর্জন এবং তার যথাযথ প্রয়োগ, আত্মশুদ্ধিকরণ, উত্তম আখলাক গঠন; সর্বোপরি বস্তুবাদের যুগে ব্যাপকভাবে জনসাধারণকে আল্লাহকেন্দ্রিক এবং আখিরাতমুখী করার উদ্দেশ্যে নির্মিত অনলাইনভিত্তিক একটি প্রতিষ্ঠান। এটি নিসবতের দিক থেকে দেওবন্দী এবং কওমী চিন্তাধারার আলোকে গঠিত ইমান, আমল এবং তরবিয়্যাতের সমন্বিত শিক্ষাকেন্দ্র। এই কোর্সটিতে দরসে নিজামীর সিলেবাসভুক্ত কিতাব সমূহ সুদক্ষ শিক্ষকগণের দ্বারা পাঠদান করা হয়। বাস্তবমুখী করে শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা দেওয়া হয়। নাহু, সরফে পান্ডিত্য অর্জনে এই কোর্স বিশেষ ভূমিকা রাখবে। যাবতীয় মাসয়ালা-মাসায়েল সমূহ প্রশ্নোত্তর সহ পাঠদান করানো হবে। প্রতি সেমিস্টারে অনলাইনে পরীক্ষার ব্যবস্থা করা হবে। এই কোর্সটি করে একজন ছাত্র ছয় বছরে পরিপূর্ণ আলেম হয়ে বের হতে পারবেন এবং, নিজে মাদরাসায় পাঠদানের দক্ষতা অর্জন করবেন। সুতরাং, দেরি না করে চলুন এখনি প্রযুক্তির সঠিক ব্যবহার করে দ্বীনি শিক্ষা অর্জন করি।
প্রতি শুক্র ও রবিবার রাত ৯টা ৩০ মিনিটে ইসলাহী নফসের ক্লাস সকলের জন্য বাধ্যতামূলক

(প্রবাসীদের জন্য: 30 US Dollar)
(প্রবাসীদের জন্য: 20 US Dollar)
(Schedule: ফজরের পর থেকে সকাল ৮টার মধ্যে অথবা মাগরিবের পর থেকে রাত ১০টার মধ্যে)
ইন্টারনেট মাদরাসার দাওরায়ে হাদিসের (মাস্টার্সের) শিক্ষকগণ

হযরত মাওলানা মুফতি মুহিউদ্দীন কাসেমী (হাফিজাহুল্লাহ)
নায়েবে মুহতামিম জামিয়া মুহাম্মদিয়া টংগী

হযরত মাওলানা লিয়াকত আলী (হাফিজাহুল্লাহ)
শিক্ষা সচিবঃ মাদরাসা দারুর রাশাদ, শাইখুল হাদীস জামিয়া রহমানিয়া আজিজিয়া বসিলা

হযরত মাওলানা মুফতি শুয়াইব কাসেমী নদভী (হাফিজাহুল্লাহ)
মুহাদ্দিসঃ জামিয়া ইসলামিয়া আজিজিয়া, নোয়াখালী, মুহতামিমঃ আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা, নোয়াখালী

হযরত মাওলানা মুফতি তাওহীদুল ইসলাম আজহারী কাসেমী (হাফিজাহুল্লাহ)

হযরত মাওলানা আসাদুজ্জামান (হাফিজাহুল্লাহ)
উস্তায/উস্তাদঃ আকবর কমপ্লেক্স, মিরপুর, ঢাকা

হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ সন্দ্বীপী (হাফিজাহুল্লাহ)

হযরত মাওলানা হাসিবুর রহমান (হাফিজাহুল্লাহ)
প্রতিষ্ঠাতা তা’লীমুল কুরআন ওয়াজ সুন্নাহ ইন্টারনেট মাদরাসা, খলিফাঃ শায়খুল হাদীস হজরত মাওলানা হাফেজ হাবীবুর রহমান হাফিজাহুল্লাহ ও হজরত মাওলানা মুফতি শাহ নুরুল আমীন হাফিজাহুল্লাহ (খুলনা শায়েখ) হাফিজাহুল্লাহ।

হাফেজ মাওলানা মুফতি হাসিবুল ইসলাম (হাফিজাহুল্লাহ)
উস্তায/উস্তাদঃ মাদরাসাতুল হিদায়া ঢাকা, (উত্তরখান)
What Will You Need?
মোবালই/ল্যাপটপ/কম্পিউটার
ইন্টারনেট সংযোগ
টেলিগ্রাম আইডি
How Do You Make Payment?
Common Question
এই কোর্স সেষ করে কি আলেম হওয়া জাবে?
জি, দারসে নিজামী শিক্ষাক্রমের আলোকে অর্থাৎ কওমী পাঠ্যক্রম অনুযায়ী সর্বোচ্চ পাঠ এখান থেকে অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ।
এই কোর্স সেষ করে কি সারটফিকেট দেওয়া হবে?
মাদরাসা থেকে সার্টিফিকেট প্রদান করা হয় না।তবে দাওরায়ে হাদীস বর্ষ পর্যন্ত বেশ কয়েকটি বোর্ড পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে বোর্ড থেকেই সার্টিফিকেট পাবেন ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসার আলেম আলেমা একাডেমিক সেশন শেষ করে যারা বেফাক বোর্ড পরীক্ষা দিয়েছেন, তাদের বেফাক রেসাল্ট আমাদের মাদ্রাসা ওয়েবসাইটের রেসাল্ট পেইজ এ দেখতে পাবেন। https://www.internetmadrasa.com/result
বোর্ড পরিক্ষা কি ভাবে দিবো এটা তো অনলাইন মাদ্রাসা?
ইন্টারনেট মাদরাসার পাঠ্যক্রম শেষ করে নিকটস্থ অফলাইন কওমী মাদরাসায় গিয়ে বোর্ড পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করে সেখানে পরীক্ষা দিতে হবে।
এই কোর্সের মেয়াদ কত বছর?
✔️ এই কোর্সটি ৬ বছর মেয়াদী, যেখানে ধারাবাহিকভাবে দরসে নিজামী সিলেবাস অনুযায়ী পাঠদান করা হয়। প্রতি বছর বা সেমিস্টারে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পুরুষ ও মহিলা শিক্ষার্থীদের জন্য কি আলাদা ব্যবস্থা আছে?
হ্যাঁ, পুরুষ ও মহিলা শিক্ষার্থীদের জন্য পৃথক ক্লাস, ওস্তাদ এবং সময় নির্ধারিত থাকে; যাতে পর্দার ও আদর্শ পরিবেশে শিক্ষাদান নিশ্চিত করা যায়।
কোন কোন বিষয়ের উপর শিক্ষা দেওয়া হয়?
✔️ নাহু, সরফ, ফিকহ, হাদীস, তাফসীর, উসূল, আকীদা ইত্যাদি বিষয়ের উপর ভিত্তিক পাঠদান করা হয়। দরসে নিজামী ভিত্তিক কিতাবসমূহ পড়ানো হয় বাস্তবমুখী ও প্রশ্নোত্তরসহ।
ক্লাসগুলো কীভাবে পরিচালিত হয়?
✔️ ক্লাসগুলো লাইভ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে হয় (টেলিগ্রাম এপের মাধ্যেম ), এবং প্রয়োজনীয় হলে রেকর্ডিংও দেওয়া হয়। নির্দিষ্ট সময়সূচী অনুযায়ী প্রতিদিন ক্লাস হয়।
এ ছারাও আমাদের অন্য সকল কোর্স গুলা দেখতে পারেন।
Warning: Attempt to read property "cart" on null in /home/onlinemadrasabd/htdocs/onlinemadrasabd.com/wp-content/plugins/tutor/classes/Utils.php on line 7897
Warning: Attempt to read property "cart" on null in /home/onlinemadrasabd/htdocs/onlinemadrasabd.com/wp-content/plugins/tutor/classes/Utils.php on line 7897